ফাইল ছবি
২০২৪ সালে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন রাজনীতি সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগে চায়না ভিত্তিক ৪ হাজার ৭০০ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা।
বৃহস্পতিবার প্রকাশিত একটি ত্রৈমাসিক হুমকি প্রতিবেদনে এ তথ্য জানায় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মূল সংস্থাটি।
মেটা জানায়, বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলো, একে অপরের পোস্টগুলি শেয়ার করত এবং কিছু পোস্ট 'এক্স' বা সাবেক টুইটার থেকে সরাসরি কপি করে গুজব ছড়ানোর কাজে ব্যবহার করত। কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টগুলো মার্কিন রাজনীতিবিদসহ প্রাক্তন হাউজ স্পিকারদের পোস্ট কপি এবং পেস্ট করেছে৷
মেটা আরও জানায়, তারা অ্যাকাউন্টগুলোর নেটওয়ার্ক ট্র্যাক করতে পারলেও এ বিষয়ে চীন সরকারকে দাইয়ী করেনি।