ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ছাত্রছাত্রীদের কোনো হয়রানি করা হবে না। সব ছাত্রনেতার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্তদের পাশে সরকার থাকবে।শনিবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোটা আন্দোলনের সুযোগ নিয়ে তালেবান এবং মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে বিএনপি-জামায়াত। তারা ক্ষমতায় যেতে ভিন্ন পথ বেছে নিয়েছিল।’
তিনি বলেন, যারা দেশকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত হয়েছিল, ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।