Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৪ ১৪৩১, সোমবার ১০ মার্চ ২০২৫

ব্র্যাকনেটের কার্যক্রম ২৫ শতাংশ ক্যাপিং করল বিটিআরসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১২, ৯ মার্চ ২০২৫

প্রিন্ট:

ব্র্যাকনেটের কার্যক্রম ২৫ শতাংশ ক্যাপিং করল বিটিআরসি

ফাইল ছবি

আইপিটিএসপি লাইসেন্সপ্রাপ্ত ব্র্যাকনেটের (BRACNet Limited) বিরুদ্ধে প্রদত্ত গাইডলাইন ও লাইসেন্সের শর্ত এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা ভঙ্গ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাস্তি হিসাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপারেশনাল কার্যক্রম ৩ মাসের জন্য ২৫ শতাংশ ক্যাপিং করা হয়।

বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক পত্রে বলা হয়েছে, পত্রের তারিখ হতে এ সিদ্ধান্ত কার্যকর হিসেবে গন্য হবে। একইসাথে সংশ্লিষ্ট সকলকে অনতিবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে কমিশনকে অবহিত করতে হবে।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer