Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১২ ১৪৩১, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ১৬ মে ২০২৩

প্রিন্ট:

জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

ছবি- পিআইডি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সমাজ গড়তে হবে। মঙ্গলবার পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।তিনি দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনে দলীয় অঙ্গীকার ও মতাদর্শ থেকে স্বাধীনভাবে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

পাবনা প্রেসক্লাবের একজন আজীবন সদস্য হিসেবে রাষ্ট্রপতি তার রাজনৈতিক জীবন, ছাত্ররাজনীতি এবং অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণী থেকে শুরু হওয়া তার সাংবাদিকতা জীবনের কথা বলেন।মোহাম্মদ সাহাবুদ্দিন সত্তরের দশকের ছাত্র রাজনীতিতে তার দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে অনেক মেধাবী সাংবাদিক ও বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতাদের স্মরণ করেন।

তিনি বলেন, আমি অনেক মতবাদ দেখেছি কিন্তু শেখ মুজিব বা মুজিববাদের আদর্শে আস্থা রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি।

তখন কোনো মতবাদ কাজে লাগেনি বলে জানান এই বীর মুক্তিযোদ্ধা।তিনি বলেন, ‘শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারা পুরোপুরি কাজ করেছিল। তার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে গিয়ে দেশ স্বাধীন করেছি।’রাষ্ট্রপতি তার সাংবাদিক জীবনের নানা স্মৃতি স্মরণ করে বলেন, এই প্রেসক্লাবে অনেক উজ্জ্বল দিন কাটিয়েছি।

তিনি সাংবাদিকদের জানান, বিভিন্ন সময়ে জনগণের প্রয়োজনে তিনি পাশে থেকেছেন এবং কোনো উপহার বা ঘুষ ছাড়াই ৭০-৭৫ জনকে চাকরি দিয়েছেন।সাহাবুদ্দিন বলেন, আমি সবসময় ভোগের রাজনীতির পরিবর্তে ত্যাগের রাজনীতি করেছি।

গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার নিজ শহর পাবনায় প্রথম সফর।এর আগে সভাপতি পাবনা প্রেসক্লাবে পৌঁছালে সাংবাদিক নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিবজিৎ নাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer