Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ দম্পতি আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ২১ আগস্ট ২০২৪

প্রিন্ট:

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ দম্পতি আটক

ফাইল ছবি

বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী চ্যানেলটির প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

বুধবার ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে। পরে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, তারা টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট (টি কে-৭১৩) যোগে ইস্তানবুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। এ সময় তাদের সঙ্গে একমাত্র মেয়েও ছিল।সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ (হেড অব নিউজ), ফারজানা রুপা (প্রিন্সিপাল করেসপনডেন্ট ও প্রেজেন্টার)-কে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer