Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

রামাল্লায় আল জাজিরা অফিসে ইসরায়েলি সৈন্যদের অভিযান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২২ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

রামাল্লায় আল জাজিরা অফিসে ইসরায়েলি সৈন্যদের অভিযান

ছবি- সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের দখল করা পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার অফিসে অভিযান চালিয়েছে। তারা সংবাদমাধ্যমটিকে ৪৫ দিন বন্ধ রাখতে বলেছে।

রোববার ভোরে সশস্ত্র ও মুখোশধারী ইসরায়েলি সৈন্যরা সরাসরি সম্প্রচারের সময় ভবনটিতে প্রবেশ করে। তবে কী কারণে অফিস বন্ধ রাখতে বলা হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। 

সৈন্যরা টেলিভিশনটির পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারির কাছে বন্ধের আদেশ হস্তান্তর করে। এ সময় সরাসরি সম্প্রচারিত সেই দৃশ্য টেলিভিশনে দেখতে পান দর্শকরা। 

এ বিষয়ে ওয়ালিদ আল-ওমারি বলেছেন, সাংবাদিকদের এইভাবে টার্গেট করার মাধ্যমে সত্যকে মুছে ফেলা এবং মানুষকে সত্য শোনা থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। কাতার ভিত্তিক এই টেলিভিশনকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে এর আগে ইসরায়েল মে মাসে নাজারেথ ও পূর্ব জেরুজালেমে আল জাজিরা অফিসে অভিযান চালায় এবং সে দেশে টেলিভিশনটি বন্ধ করে দেয়। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer