Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২২ ১৪৩১, বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫

দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৮, ১৭ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার

ফাইল ছবি

বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)

শনিবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আরিফ হাসানকে বিমানবন্দর থানার এক‌টি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা‌টি গত ১৯ জুলাই দায়ের করা হয়। বর্তমানে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির মহাসচিব পদে আরিফ হাসান দায়িত্ব পালন করছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer