Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৭ ১৪৩১, সোমবার ০২ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১২, ৩০ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাওরানবাজারে  তাকে আটক করে জনতা। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে।

বর্তমানে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে।

তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, কাওরানবাজারে একটি ভবনের নিচে মুন্নি সাহাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সেখান থেকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে মুন্নি সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ মুন্নি সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer