Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৫ ১৪৩১, সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

গান বাংলা টিভির সম্প্রচার বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ১১ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

গান বাংলা টিভির সম্প্রচার বন্ধ

ফাইল ছবি

গান বাংলা টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) মহাব্যবস্থাপক শাহ্ আহমেদুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড (গানবাংলা টেলিভিশন)- এর সম্প্রচার বুধবার দুপুর ১২টা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, এর আগে একই কারণে গ্রীন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রীন টিভি) সম্প্রচার বিচ্ছিন্ন করা হয়, যা এখনও বলবৎ রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer