Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২ ১৪৩১, সোমবার ১৭ মার্চ ২০২৫

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ ও হেলিম সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ২১:২৫, ১৬ মার্চ ২০২৫

প্রিন্ট:

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ ও হেলিম সম্পাদক নির্বাচিত

ফাইল ছবি

হাওর অঞ্চলের প্রবেশদ্বার ঐতিহ্যবাহী নেত্রকোণা জেলা প্রেসক্লাবের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে । ফলাফল অনুযায়ী, সহসভাপতি পদে জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ম. কিবরিয়া চৌধুরী হেলিম নির্বাচিত হয়েছেন।

শনিবার দিনভর ভোট শেষে রাতে প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খান।

এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে নাজমুশ শাহাদাৎ নাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. আনিসুর রহমান নির্বিাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন- খলিলুর রহমান শেখ ইকবাল, ভজন দাস, আবুল হোসেন তালুকদার ও শ্যামলেন্দু পাল।

প্রেসক্লাবের সংবিধান অনুযায়ী, মোট ১৯ সদস্যের কার্যকরী কমিটিতে জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি হন। সেখানে সাংবাদিক ও সাংবাদিকতা পেশায় নেই এমন দুই ধরনের ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করেন।

সাংবাদিকদের মধ্যে কোষাধ্যক্ষ সুজাদুল ইসলাম ফারাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম খান কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজ উল্লাহ চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

এ ছাড়া সাংবাদিকতা পেশায় নেই এমন ব্যক্তিদের জন্য কমিটিতে ছয়টি পদ নির্ধারিত রয়েছে। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সহসভাপতি নূরুজ্জামান নূরু, যুগ্ম সম্পাদক আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, ক্রীড়া সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ওসমান গণি তালুকাদার এবং সদস্য পদে আব্দুর মান্নান তালুকদার ও আব্দুল ওয়াহেদ।

নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ১০টা থেকে বিকাল ৪টা নাগাদ টানা ভোটগ্রহণ হয়েছে। ৬৫ জন ভোটারের মধ্যে ৬২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহসভাপতি পদে জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ম. কিবরিয়া চৌধুরী হেলিম সহ নির্বাচিত সকল কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। 

বিবৃতিতে নতুন কর্মকর্তাদের নেতৃত্বে সাংবাদিকতার সুষ্ঠু বিকাশের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নতুন কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer