Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৪ ১৪৩১, শুক্রবার ১১ অক্টোবর ২০২৪

বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’ ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’ ঘোষণা

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।গত ১৯ সেপ্টেম্বর ডিএনসিসির আদেশে এ ঘোষণার কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, “শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল হতে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত) এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হলো।”
 
আগামী ১ অক্টোবর থেকে এই ঘোষণা কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer