ছবি- সংগৃহীত
কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু মানুষ হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাতে বুধবার রুশ সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।
আরব নিউজ সূত্রে জানা গেছে, জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে।
রুশ সংবাদ সংস্থার তথ্যানুসারে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার বাকু গ্রোজনিতে যাচ্ছিল। তবে, গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয়।
আজারবাইজান এয়ারলাইন্স থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কাজাখস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটিতে ১০৫ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন।