ফাইল ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ ৯৯ শতাংশ শেষ হয়েছে এবং আগামী নভেম্বরে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে বেবিচক কার্যালয়ে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এ টার্মিনালের সামনে অ্যাপ্রোনটার কাজও শেষ। সেটি আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবহার করব। দুই কর্নারে সিলিং ও বোর্ডিং ব্রিজের কিছু কাজ বাকি আছে, সেগুলো মার্চের মধ্যে শেষ হবে। বেবিচক দুর্নীতিমুক্ত থাকবে। বিমানবন্দরে যাত্রী সেবার মান অনেক বেড়েছে। এই ধারা আমরা অব্যাহত রাখব।’
মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে এ বছরের মধ্যে টার্মিনালটা উদ্বোধন করার। সেটা যেকোনো মূল্য। কারণ আপনারা জানেন এখানে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। এখানে ২ দশমিক ১ বিলিয়ন ডলার খরচ হয়েছে, যা জাইকা থেকে ঋণ নিয়েছি এবং সরকারও কিছু টাকা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে শুরু করব। অক্টোবরে না পারলে নভেম্বরে যেকোনো মূল্যে অপারেশনে যাব।’
তিনি বলেন, ‘তৃতীয় টার্মিনালের কার পার্কিং ঠিক জায়গায় রাখা হয়নি। ফলে সেটি সামনে রাখা হয়েছে। এটি সামনে না হলে ভবনের সৌন্দর্য আরও বাড়ত, কিন্তু জায়গা ছিল না। হয়তো এ কারণে করা হয়েছে।’
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘সবকাজ গুছিয়ে আনা হলেও ভিভিআইপি অংশের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আমরা একটি দ্রুত শেষ করার চেষ্টা করছি। এখন বিমানবন্দরে ২৪টি সংস্থা কাজ করছে। সবাই মিলে নিরাপত্তার কাজ করছে। তবে কেউ যদি কাজে কোনো ভুল করে বসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার বিরুদ্ধে তদন্ত হয়েছে এবং হচ্ছে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না।’
এ সময় তিনি সিলেট, কক্সবাজার, যশোর, বগুড়া, সৈয়দপুর এয়ারপোর্টের টার্মিনাল নিয়েও কথা বলেন। চলমান সব প্রজেক্টের কাজ এ বছরই শেষ করা হবে বলেও জানান বেবিচক চেয়ারম্যান।