Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৮ ১৪৩১, বুধবার ২২ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ বিমানের রোম ফ্লাইটে বোমা পাওয়া যায়নি :নিরাপদে যাত্রীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ২২ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

বাংলাদেশ বিমানের রোম ফ্লাইটে বোমা পাওয়া যায়নি :নিরাপদে যাত্রীরা

ফাইল ছবি

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে ওই বিমানে বোমা রয়েছে এমন তথ্য জানানো হয়। খবর পেয়ে বিমান বন্দরের নিরাপত্তায় বিমান বাহিনী, সিভিল এভিয়েশন ও এভসেক বিমান বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করে।

সকাল ৯ টা ২৮ মিনিটে বিমনাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। এ অবস্থায় বিমানটি তৃতীয় টার্মিনালে নিয়ে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। 

ওই বিমানে ১৩জন ক্রু ও ২৫৪ জন যাত্রী ছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer