Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৮ ১৪৩১, রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত : হতাহতের শঙ্কা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০৯:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত : হতাহতের শঙ্কা

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে।স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে পেনসিলভানিয়ার উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে ছয় আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ছয় আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। এরপর দ্রুত জরুরি উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
 
জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, বিমানটিতে চারজন ক্রু, একজন শিশুসহ দুজন যাত্রী ছিলেন। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে কেউ বেঁচে আছে কি না আমরা নিশ্চিত করতে পারছি না।

ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ দুর্ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছে। সেখানে জানানো হয়, একটি বড় ঘটনা ঘটেছে এবং আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। পোস্টে জনসাধারণকে ওই অঞ্চলটি এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়।
 
এর আগে গত বুধবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এতে হেলিকপ্টার ও বিমান উভয়ই বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টার ও বিমানে আরোহীদের ৬৭ জনের সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer