
ছবি- সংগৃহীত
সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলেও ধীরে ধীরে চালু হতে শুরু করেছে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর। শনিবার থেকে আবারও বিমানবন্দরে পুরোদমে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে হিথ্রো বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতে বিমানবন্দরের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। যার কারণে ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে না আসার নির্দেশ দেয়। বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে নিরলস কাজ করলেও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিমানবন্দরের প্রধান নির্বাহী থমাস উল্ডবাই জানান, জরুরি ব্যাকআপ ব্যবস্থা কাজ করলেও তা পুরো বিমানবন্দর চালানোর জন্য যথেষ্ট ছিল না।