Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩১, রোববার ০৭ জুলাই ২০২৪

পানির নিচে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক : যান চলাচল বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ১ জুলাই ২০২৪

প্রিন্ট:

পানির নিচে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক : যান চলাচল বন্ধ

ফাইল ছবি

ভারি বর্ষণে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।সোমবার সকাল থেকে জেলায় ভারি বৃষ্টি হলে সড়কে পানি জমে তলিয়ে যায়। 

জানা যায়, বৃষ্টির পানিতে সকাল থেকে মহালছড়ির চব্বিশ মাইল সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। এতে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

এদিকে জেলায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। সোমবার সকাল থেকে জেলা সদরের শালবন, মোহাম্মদপুর, সবুজবাগ ও কুমিল্লা টিলা এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে মাঠে নামেন জনপ্রতিনিধিরা। এছাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড় ধসের ঝুঁকিতে থাকা এলাকার আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। আর ভারি বর্ষণ অব্যাহত থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer