Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৪ ১৪৩১, মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫

ঘরে বসেই হবে এমআরটি পাস রিচার্জ: ডিএমটিসিএল এমডি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ১৪ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

ঘরে বসেই হবে এমআরটি পাস রিচার্জ: ডিএমটিসিএল এমডি

ফাইল ছবি

মেট্রোরেলের যাত্রীরা শিগগিরই ঘরে বসেই নিজেদের এমআরটি পাস রিচার্জ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি আব্দুর রউফ।

সোমবার দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রশাসনিক ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ঘরে বসেই যাতে এমআরটি রিচার্জ (TopUp) করা যায়, সে জন্য অ্যাপ তৈরি হচ্ছে। খুব দ্রুতই চুক্তি হবে, বিষয়টি ফাইনাল স্টেজে আছে। আশা করি, খুব শিগগিরই ভালো সংবাদ দিতে পারবো।

এ সময় সেপ্টেম্বরে মেট্রোরেলের দৈনিক আয় ১ কোটি ১২ লাখ টাকার বেশি। আর অক্টোবরের প্রথম ১২ দিনে দৈনিক আয় ৮৬ লাখ টাকা হয়েছে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে চার দিনের ছুটির কারণে আয় কমেছে বলে দাবি করেন ডিএমটিসিএল এমডি। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer