Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১৮ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ

ছবি- সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার পর শিক্ষার্থীরা সড়ক ও রেললাইনে অবস্থান নেন। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ রয়েছে।

এ সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।  ঢাকা বিভাগীয় রেলওয়ে মো. শফিকুল ইসলাম বলেন, ‘আজ সকালে উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে হামলার ঘটনা ঘটে বলে তিনি জেনেছেন। ট্রেনের গ্লাস  ভাঙচুর করা হয়। ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল।’

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, মহাখালী রেললাইন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। আমরা কমলাপুর থেকে কোনো ট্রেন ছাড়তে পারছি না। তারা রেললাইন থেকে সরে না গেলে ট্রেন চালানো সম্ভব হবে না। আমরা আলাপ-আলোচনা করছি।

এছাড়া সড়ক অবরোধ করায় মহাখালী এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চরম যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

সড়ক অবরোধ করে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer