Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৭ ১৪৩১, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল স্বাভাবিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ২২ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:১৭, ২২ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি- সংগৃহীত

রাজধানীর জুরাইনে রেলপথ অবরোধ তুলে নেয়ায় প্রায় ৪ ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মা সেতু রেল চলাচল স্বাভাবিক হয়েছে।শুক্রবার বিকেলে কমলাপুর রেলস্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

আনোয়ার হোসেন জানান, বিকেল ৩টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেন ছেড়ে চলে গেছে। এ ছাড়া খুলনাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ১১টা ২০ মিনিট থেকে এখনও  আটকে আছে। লাইন খালি হলেই চালু হবে।

তিনি আরও জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতী এক্সপ্রেস পথে আছে, সেটা ফিরলেই ছাড়া যাবে নকশিকাঁথা।

এর আগে সকাল থেকে ১১টা থেকে রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
 
 
একপর্যায়ে পুলিশ-অটোরিকশা চালকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ও খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন ঢাকা ছাড়তে পারছে না। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মা সেতু রেল চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer