Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৮ ১৪৩১, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪

ঘন কুয়াশা : তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ, যানবাহনের দীর্ঘ সারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ১১ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

ঘন কুয়াশা : তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ, যানবাহনের দীর্ঘ সারি

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে ৭০টি যানবাহন নিয়ে আটকা পড়েছে ছোট-বড় ৪টি ফেরি। ফলে দুর্ভোগ পোহাচ্ছে অনেক যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ী।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই তিনটি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১১টার দিকে কুয়াশার মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে থাকে। রাত  সাড়ে ১২টার দিকে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে তিনটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে ছোট-বড় ৪টি ফেরি আটকে পড়ে।

বুধবার সকাল ৮টা পর্যন্ত ফেরি পার হওয়ার অপেক্ষায় রয়েছে তিনটি নৌ-রুটের ৭ শতাধিক যানবাহন। এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

ইমন নামে এক যাত্রী বলেন, ‘ঢাকা উত্তরা থেকে রাত ১২টায় ঘাটে এসে অপেক্ষা করছি। দীর্ঘ ৮ ঘণ্টা অতিবাহিত হয়ে গেছে, এখনও ফেরিতে উঠতে পারিনি।’

মোহাম্মদ রায়হান উদ্দিন নামে আরেক যাত্রী বলেন, ‘মাগুরা যাওয়ার উদ্দেশে ঘাটে এসেছি রাত ১১টায়। সারারাত ঘুমাতে পারিনি। শীতে কষ্ট করেছি। ভাবছিলাম সকাল ৬টার মধ্যে ফেরি ছাড়বে; কিন্তু তাও ছাড়েনি।’

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, তীব্র কুয়াশায় দুর্ঘটনা এড়ানোর জন্য ফরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ নৌরুটে মোট ২৬টি ফেরি চলাচল করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer