Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৩ ১৪৩১, বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

পদ্মা রেল সংযোগে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৮, ১৮ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

পদ্মা রেল সংযোগে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর

ফাইল ছবি

আগামী ২৪ ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলবে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা রেল সংযোগে। রেলওয়ের জনসংযোগ বিভাগ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’, ঢাকা-বেনাপোল রুটে ‘রুপসী বাংলা এক্সপ্রেস’ নামের নতুন দুটি আন্তঃনগর ট্রেন চলবে। খুলনা যেতে পৌনে ৪ ঘণ্টা এবং বেনাপোল যেতে ৪ ঘণ্টা ১০ মিনিট সময় লাগবে।

গত বছরের ১ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন যাচ্ছে খুলনা, বেনাপোলে। এই রুটের ট্রেনগুলো পদ্মা সেতু রেল সংযোগের ভাঙ্গা জংশন থেকে পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ী ঘুরে গন্তব্যে যায়। এতে সময় লাগে আট ঘণ্টা। আর যেসব ট্রেন পুরনো পথে যমুনা সেতু ঘুরে যায়, সেগুলোতে সময় লাগে ১৪ ঘণ্টা।

ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার নতুন রেলপথের পুরোটা নির্মাণ সম্পন্ন হওয়ায়, ২৪ ডিসেম্বর থেকে দুটি ট্রেন ভাঙ্গা থেকে কাশিয়ানী, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া, নোয়াপাড়া হয়ে চলবে।

গত ২৪ নভেম্বর সকাল ঢাকা থেকে খুলনা পর্যন্ত চলে পরীক্ষামূলক ট্রেন। সেই যাত্রায় সময় লেগেছিল সাড়ে তিন ঘণ্টা। রেলওয়ে জানিয়েছিল ২ ডিসেম্বর ট্রেন চলাচল শুরু হবে পদ্মা রেল সংযোগে। জনবল সঙ্কটে তা হয়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer