ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলা বন্ধ রয়েছে। এছাড়াও মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় চারটি ফেরি।
মঙ্গলবা রাত ২টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)
ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১০টা থেকেই, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা- কাজিরহাট নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। রাত ১২টার পর থেকে নদীর চ্যানেলগুলোতে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। পরে রাত ২টা ৩০ মিনিটে নৌ-রুটে কুয়াশা তীব্র আকার ধারণ করে নদীর চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য, ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এ সময় অর্ধশতাধিক যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় ৪টি ফেরি। এছাড়াও ঘাট এলাকাতে, পারের অপেক্ষায় আটকা রয়েছে শত শত ছোট-বড় যানবাহন। তীব্র শীতে দুর্ভোগে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।
ঘাটের সহকারী ব্যবস্থাপক জানান, কুয়াশার মাত্রা কেট গেলে স্বাভাবিক হবে ফেরি চলাচল।