![দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক](https://www.bahumatrik.com/media/imgAll/2018September/ferry-2502130859.jpg)
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৬ টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা- কাজিরহাট নৌরুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লউটিসি কর্তৃপক্ষ।এসময় দৌলতদিয়া প্রান্তে লোডিং অবস্থায় পারাপারের অপেক্ষায় আটকা থাকে ৬ টি ফেরি।
বিআইডাব্লউ টিসির দৌলতদিয়া প্রান্তের ম্যানেজার সলাউদ্দিন আহাম্মেদ জানান, রাত ১১ টার পর থেকে নদীতে কুয়শা পড়তে শুরু করে। রাত সাড়ে ১২ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এবং নৌরুটের মার্কিং পয়েন্ট দৃষ্টি সীমার বাইরে চলে গেলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টা থেকে এ সকল রুটে ফেরিসহ সকল চলাচল বন্ধ করে দেয়।
এ সময় দৌলতদিয়া প্রান্তে যাত্রীবাহী ও পন্যবাহী বাস ট্রাক মিলে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে।
প্রচণ্ড শীতের রাতে চরম দুর্ভোগ পোহাতে হয় বাসে থাকা যাত্রী ও গাড়ী চালকদের। বেশি কষ্ট হয় মহিলা, শিশু এবং বয়স্ক ব্যাক্তিদের।সকাল ৬ টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বর্তমানে ১৭ টি ফেরির দ্বারা দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পারাপারের কাজ চলছে।