Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৩ ১৪৩১, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫

তেজগাঁওয়ে যানজট: এক্সপ্রেসওয়ের মহাখালী র‍্যাম্প ব্যবহারে নতুন নির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

তেজগাঁওয়ে যানজট: এক্সপ্রেসওয়ের মহাখালী র‍্যাম্প ব্যবহারে নতুন নির

ফাইল ছবি

সম্প্রতি দেখা যাচ্ছে, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে তেজগাঁও লাভ রোড ক্রসিং হতে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে বিমানবন্দরের দিকে যানবাহনের চাপ বেশি। এর ফলে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে বেড়েছে যানজট। এই যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেড কোয়াটার্স থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা হতে প্রায় সকল যানবাহন তেজগাঁও/লাভ রোড ক্রসিং হতে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে এয়ারপোর্ট, কুড়িল, বনানি এলাকায় যাচ্ছেন। ফলে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের ব্যাপক চাপ পড়ছে।

তেজগাঁও-লাভরোড হয়ে উত্তরাগামী সব যানবাহনের চালকদের জানানো হচ্ছে, এখন থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসসহ সব যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে এয়ারপোর্ট-উত্তরার দিকে চলাচল করতে পারছে।

এ অবস্থায় লাভ রোড ক্রসিং হতে বামের রাস্তায় (তেজগাঁও-বিজয় সরণি লিংক রোড) যদি যানবাহনের চাপ বেশি থাকে তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীতের র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা/এয়ারপোর্ট যাতায়াতের জন্য পরামর্শ প্রদান করা হলো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer