Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৬ ১৪৩১, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫

১০ ঘণ্টা বন্ধ থাকবে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

১০ ঘণ্টা বন্ধ থাকবে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু

ফাইল ছবি

সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু বন্ধ থাকবে প্রায় ১০ ঘণ্টা। জরুরি মেরামতের জন্য সেতু দিয়ে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। শুক্রবার  রাত ১১টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুর মেরামত কাজ চলবে।

বৃহস্পতিবার রাতে তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অবশ্য যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প সড়ক হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাত ১১টা থেকে ১ মার্চ সকাল ৯টা পর্যন্ত ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর ওপর শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের কাজ করা হবে। এ সময়ে সেতুর ওপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মহাসড়কে চলাচলকারী যানবাহন ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহারের অনুরোধ করা হচ্ছে।

এ ছাড়া ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট হিসেবে শেরপুর (মৌলভীবাজার)-(মৌলভীবাজার)-ফেঞ্চুগঞ্জ-সিলেট এবং ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট হিসেবে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer