Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৪ ১৪৩১, সোমবার ১০ মার্চ ২০২৫

সোমবার থেকে নতুন সূচিতে চলবে চট্টগ্রামের ৯ আন্তঃনগর ট্রেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ৯ মার্চ ২০২৫

প্রিন্ট:

সোমবার থেকে নতুন সূচিতে চলবে চট্টগ্রামের ৯ আন্তঃনগর ট্রেন

ফাইল ছবি

চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, কক্সবাজার ও ময়মনসিংহের পথে চলাচলকারী ৯টি আন্তঃনগর ট্রেন সোমবার থেকে চলবে নতুন সূচিতে। বাকি ছয় আন্তঃনগর ট্রেন চলাচলে সূচি অপরিবর্তিত থাকবে।

চট্টগ্রাম থেকে মোট ১৫টি আন্তঃনগর ট্রেন চার রুটে চলাচল করে। সবশেষ ২০২৩ সালের ১ ডিসেম্বর পূর্ব রেলের সময় সূচির পরিবর্তন করা হয়েছিল।

পূর্ব রেলের জিএম মো. সবুক্তগীন বলেন, সোমবার (১০ মার্চ) থেকে নতুন সময় অনুযায়ী ট্রেন চলাচল করবে। এতে কিছু ট্রেনের সময়সূচিতে সামান্য পরিবর্তন এসেছে। নতুন সূচি অনুসারে, আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সাড়ে ৭টার বদলে সকাল ৭টায় ঢাকার উদ্দেশে ছাড়বে। একই ট্রেন ঢাকা থেকে আগের সূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টায় ছাড়বে।

সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে পূর্ব রেলের এসব আন্তঃনগর ট্রেন নতুন সূচিতে চলবে। নতুন ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ অনুযায়ী ট্রেন ছাড়া ও গন্তব্যে পৌঁছার সময়ে কিছুটা কম-বেশি করা হয়েছে।

পূর্ব রেলের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম থেকে সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও কক্সবাজারের পথে মোট ১৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। এর মধ্যে ৯টি ট্রেনের চলাচলের সময়সূচিতে কিছুটা হেরফের হয়েছে।

ট্রেনগুলোর মধ্যে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বিকেল পৌনে ৫টার বদলে ৫টায় ছাড়বে। একই ট্রেন ঢাকা থেকে প্রতিদিন সকাল ৭টায় আগের সময়ই ছাড়বে। চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস নতুন সূচিতে সন্ধ্যা ৬টার বদলে বিকেল সোয়া ৫টায় ছাড়বে। একই ট্রেন চাঁদপুর থেকে সকাল ৫টাতেই ছাড়বে।

জামালপুরগামী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়ার সময় সকাল সোয়া ৯টায় ঠিক থাকলেও জামালপুর থেকে ছাড়ার সময় বদলেছে। রাত ৮টা ১০ মিনিটের বদলে ছাড়বে রাত ৮টায়।

অন্যদিকে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস আগের সময় সকাল ৬টায় ঢাকার উদ্দেশে ছাড়বে, কিন্তু ঢাকা থেকে দুপুর ১টা ৪৫ মিনিটের বদলে ছাড়বে ২টা ১৫ মিনিটে।

এ ছাড়া কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার থেকে বেলা ১২টা ৪০ মিনিটের সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছাড়বে। অপরদিকে পর্যটক এক্সপ্রেস রাত সাড়ে ৮টার বদলে সন্ধ্যা পৌনে ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে।

চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্য চলাচলকারী সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়েও কিছুটা হেরফের হয়েছে। প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ১০টা ৩৫ মিনিটের বদলে ১০টা ২০ মিনিটে ছাড়বে। সৈকত এক্সপ্রেস রাত সোয়া ৮টার বদলে চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে রাত ৮টায়।

রেলের এক কর্মকর্তা জানান, অনেক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন না হলেও সেসব ট্রেন তুলনামূলকভাবে কম বা বেশি সময়ে গন্তব্যে পৌঁছাবে।

পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, নতুন সূচিতে সোমবার থেকে ট্রেন চলাচল করবে। এজন্য টিকেট বিক্রিও সে হিসাবে করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer