Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৫ ১৪৩১, সোমবার ১০ মার্চ ২০২৫

পদ্মা সেতুতে যান চলাচলের নতুন গতিসীমা নির্ধারণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩, ৯ মার্চ ২০২৫

প্রিন্ট:

পদ্মা সেতুতে যান চলাচলের নতুন গতিসীমা নির্ধারণ

ফাইল ছবি

পদ্মা সেতুতে যানবাহন চলাচলের গতিসীমা নিয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৮০ কিলোমিটার গতিতে যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি সেতু বিভাগকে এ নির্দেশ দেন।

ফাওজুল কবির খান বলেন, পদ্মা সেতুতে যানবাহন চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত পারাপার হতে পারে সেজন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। নতুন গতিসীমার আলোকে গাড়ি চলাচলের ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।  
 
উপদেষ্টা আরও বলেন, এতে (গতিসীমা বাড়লে) যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে। মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে সেগুলো দিতে হবে।

পদ্মা সেতুতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছিল বিগত সরকার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer