Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১১ ১৪৩১, বুধবার ২৬ মার্চ ২০২৫

ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ২৪ মার্চ ২০২৫

প্রিন্ট:

ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে ট্রেনযাত্রা শুরু হয়েছে। সোমবার ভোর ৬টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হয়।

সাধারণ যাত্রীদের ঈদযাত্রা নির্বঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এসব তথ্য জানা গেছে।এ ছাড়া সারাদেশের বিভিন্ন স্থানে চলাচলকারী ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় চলবে।

আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রিম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করেছিল বাংলাদেশ রেলওয়ে। যথাক্রমে এই টিকিট বিক্রি চলে গত ২০ মার্চ পর্যন্ত।

এবার বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ করার জন্য কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি নাশকতা প্রতিরোধ করা জন্য চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্যশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer