Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৮ ১৪৩১, বুধবার ০২ এপ্রিল ২০২৫

মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ১ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের দিন বন্ধ ছিল মেট্রোরেল ও রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলো। ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

জানা গেছে, আজ সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে গেছে মেট্রোরেলের প্রথম ট্রিপ। এ ছাড়া সাড়ে ৭টায় মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে আরেকটি ট্রেন ছেড়ে গেছে।

আজ ভোর ৬টা ১৫ মিনিটে প্রথম ট্রেন হিসেবে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে পর্যটক এক্সপ্রেস। এরপর সময় অনুযায়ী অন্য ট্রেনগুলো যাত্রা করছে।  

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল, শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।  

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছিলেন, ঈদের দিন সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer