Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৯ ১৪৩১, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

গুলশান-বনানী এলাকায় যান চলাচলে ডিএমপির নতুন নির্দেশনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ২ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

গুলশান-বনানী এলাকায় যান চলাচলে ডিএমপির নতুন নির্দেশনা

ফাইল ছবি

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যান চলাচলের নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।

বুধবার  দুপুরে দেওয়া এই নির্দেশনায় কাকলী, সৈনিক ক্লাবসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে-

১. মহাখালী থেকে আসা যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী বা আমতলীর দিকে যেতে পারবে।

গুলশান-বনানী এলাকায় যান চলাচলে ডিএমপির নতুন নির্দেশনা
‘দ্রুততম সময়ের মধ্যে থানাগুলোকে নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে’

২. কাকলী ক্রসিংয়ে সব ধরনের রাইট টার্ন ও ইউটার্ন নিষিদ্ধ করা হয়েছে। গুলশান বা বনানীগামী যানবাহনগুলো বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন নিতে পারবে, তবে বাস ও বড় যানবাহন এর আওতায় পড়বে না।

৩. বাস ও অন্যান্য বড়/ভারী যানবাহনের জন্য আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer