Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২২ ১৪৩১, রোববার ০৬ এপ্রিল ২০২৫

ট্রেনে আগুন : ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

ট্রেনে আগুন : ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ছবি- সংগৃহীত

ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেমন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। 

সাতখামাইর রেলস্টেশন সূত্রে জানা যায়, ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। আগুন নেভাতে স্টেশনের লোকজন কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে আসছে।

স্টেশন সূত্রে জানা যায়, ধলা স্টেশন পার হওয়ার পর ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করে, যা দ্রুত আগুনে রূপ নেয়। পুরো বগিতে ধাউ ধাউ করে জ্বলতে থাকে আগুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে চিৎকার করে সাহায্য চাইতে থাকেন। যাত্রীদের কেউ কেউ চিৎকার করে বলছিলেন— ‘ভাই, পানি দেন, আমাদের বাঁচান!’

ঢাকা-ময়মনসিংহ রেল রুটের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জয়দেবপুর জংশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আগুন লাাগর পর সাতখামাইর এলাকায় সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে কোনো ট্রেন ময়মনসিংহ বিভাগে যেতে পারছে না।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ‘ফায়ার ফাইটার বেলাল আহমেদের নেতৃত্বে দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না আগুন নেভানোর পর জানা যাবে।’ 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer