Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২৩ ১৪৩১, সোমবার ০৭ এপ্রিল ২০২৫

সদরঘাটে ফিরতি যাত্রীর চাপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ৬ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

সদরঘাটে ফিরতি যাত্রীর চাপ

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার থেকে খুলছে অফিস-আদালত। দেশের বিভিন্ন অঞ্চলের নৌপথের যাত্রীরা কর্মস্থলে যোগ দিতে লঞ্চযোগে ঢাকা ফিরছেন। ফলে রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট নৌ-টার্মিনালে চাপ বেড়েছে ফিরতি মানুষের।

শনিবার সদরঘাট টার্মিনাল ও পন্টুন এলাকা ঘুরে দেখা যায়, একের পর এক লঞ্চ ভিড়ছে ঘাটে। বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা এসব লঞ্চের বেশিরভাগ কানায় কানায় পূর্ণ যাত্রীতে। ফলে টার্মিনালে মানুষের ভিড় চোখে পড়ার মতো। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে যাত্রীদের। সদরঘাট থেকে গুলিস্তান সড়কেও যানজট দেখা গেছে।

লঞ্চ সংশ্লিষ্টরা জানান, গত কয়েকদিন ফিরতি যাত্রীর চাপ না থাকলেও যাত্রীর চাপ বেশি। মূলত ঈদের ছুটি শেষ হওয়ায় যাত্রীর চাপ তৈরি হয়েছে। ঘাটে যাত্রীদের নামিয়ে দিয়ে খালি অবস্থায় ফিরে যেতে দেখা গেছে বেশিভাগ লঞ্চকে।

বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, শনিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ১১৬টি লঞ্চ বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। আর ঢাকা ছেড়ে গেছে ৭৩টি লঞ্চ।

বিআইডব্লিটিএ’র ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোবারক হোসেন বলেন, ‘আজ ভোর থেকেই ফিরতি যাত্রীর চাপ বেশি। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা, যাতায়াত স্বস্তিদায়ক করতে আমরা সচেষ্ট রয়েছি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer