
ফাইল ছবি
রাজধানীতে অহেতুক সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কিছু স্বার্থান্বেষী মহল তাদের দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে হঠাৎ করে সড়ক অবরোধ করছেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়ছেন।
এছাড়া, জরুরি প্রয়োজনে রোগী পরিবহন ও বিদেশগামী যাত্রীদের যাতায়াতেও মারাত্মক ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে ডিএমপি। ট্রাফিক বিভাগ নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করলেও এ ধরনের কর্মকাণ্ড জনদুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।
এ প্রেক্ষাপটে, ঢাকাবাসীর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখার স্বার্থে সকলকে অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।