Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩২, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫

পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ২১ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

বুধবার রাত ১২টার পর কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে দুঘর্টনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় ফেরিগুলো লোড নিয়ে উভয় ঘাট এলাকায় নোঙর করে বসে থাকতে বাধ্য হয়।

এ নৌরুটে দীর্ঘ সময় ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের আরপাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। ফলে ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদের তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় কয়েকশ’ বাস কোচ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমন জানান, কুয়াশা কমতে থাকলে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ নৌরুটে চলাচলরত ১৭টি ফেরির মধ্যে দুইটি ফেরি বিকল থাকায় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer