Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩১, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

থানচি ভ্রমণে নদীপথ ব্যবহার সাময়িক বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ৪ আগস্ট ২০২৩

প্রিন্ট:

থানচি ভ্রমণে নদীপথ ব্যবহার সাময়িক বন্ধ

ফাইল ছবি

থানচি ভ্রমণকালে নদীপথ ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। টানা তিনদিনের ভারী বর্ষণে শংখ নদীর পানি বেড়ে যাওয়ায় ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে থানচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে নৌপথে যেতে হয় এমন সব পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে সড়কপথে যাওয়া যায় এমন সব পর্যটনকেন্দ্রে যেতে বাধা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো সব স্পটে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

নির্দেশনায় বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থানচি উপজেলার দুর্গম তিন্দু, রেমাক্রীসহ নৌপথে যেতে হয় এমন সব পর্যটনকেন্দ্র ভ্রমণ করা যাবে না। তবে, সড়ক পথ ব্যবহারে মোটর বাইক ও ভারী গাড়িগুলোকে সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়।

এর আগে, বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে ভারী বর্ষণের কারণে বান্দরবান-থানচি সড়কের জীবন নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এর ফলে থানচি যাওয়ার একমাত্র সড়কটি বন্ধ হয়ে যায়।

এদিন দিনভর চেষ্টা করে থানচি ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা রাস্তার উপর থেকে বিশাল পাথর ও মাটি সরিয়ে নিলে বিকেল থেকে সড়কটি পুনরায় চালু হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer