Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৪ ১৪৩১, মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫

৩ দিন বন্ধ থাকবে সেন্টমার্টিন ভ্রমণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ৩০ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

৩ দিন বন্ধ থাকবে সেন্টমার্টিন ভ্রমণ

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে দ্বীপের সব ধরনের হোটেল-মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও রেস্তোরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

শনিবার সন্ধ্যায় এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন।

তিনি বলেন, ‘আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের সব হোটেল-মোটেল, রিসোর্ট, গেস্ট হাউজ ও রেস্তোরা বন্ধ থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই নির্দেশ যারা মানবেন না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন আরও বলেন, ‘৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্ট হাউজে কোনো বহিরাগত থাকতে পারবে না।’

উল্লেখ্য, পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিন ৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer