Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৪ ১৪৩১, বুধবার ৩০ অক্টোবর ২০২৪

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ২৮ অক্টোবর ২০২৪

আপডেট: ১৯:২৯, ২৮ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা

ছবি- সংগৃহীত

ব্রেস্ট ক্যানসার সচেতনতায় সড়ক শোভাযাত্রা করছে স্তন ক্যানসার প্রতিরোধে সক্রিয় ৪৭টি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠানের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছোট-বড় প্রায় ৪০টি এলাকায় শোভাযাত্রা যাবে গোলাপি সাজে সজ্জিত একটি বাসে।

চিকিৎসক, স্বাস্থকর্মী, বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যানসারবিজয়ী যোদ্ধা, সংগঠক, সংস্ককৃতিজন থাকবেন এই অভিযাত্রায়। পথসভা, শোভাযাত্রা আর সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণের এই কার্যক্রমে যোগ দেবেন স্থানীয় অংশীজনরা।

আয়োজকরা জানান, সোমবার ঢাকা থেকে শোভাযাত্রা গোলাপি বাসে রওনা হয়ে গেছে টেকনাফের উদ্দেশে। মঙ্গলবার  সকাল ৯টায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে তেঁতুলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করবে।

দীর্ঘ এই শোভাযাত্রায় টেকনাফ, উখিয়া, কক্সবাজার, রামু, চকোরিয়া, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর বাইপাস, কালিয়াকৈর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ মোড়, বগুড়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, রংপুর, সৈয়দপুর, দশমাইল (দিনাজপুর), বীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া ছোট আরও কিছু জনপদসহ মোট ৪০টি স্থানে কার্যক্রম চলবে। প্রতিটি স্থানে পথসভা, শোভাযাত্রা ও তথ্যবহুল লিফলেট বিতরণ করা হবে। আগামী ১ নভেম্বর সকাল ১০টায় তেঁতুলিয়ায় সমাপনী অনুষ্ঠান হবে।

এই কর্মযজ্ঞ সম্পূর্ণ স্বেচ্ছা-উদ্যোগে হচ্ছে। স্বেচ্ছাসেবীরা সময়, শ্রম ও অর্থ ব্যয় করছেন সাধারণ মানুষকে স্তন ক্যানসার সম্পর্কে সচেতন করতে।

গণস্বাস্থ্য কেন্দ্র, ওয়াইডাব্লিওসিএ ও অন্যান্য সংগঠন এই প্রোগ্রামে টেকনাফ, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে সহযোগিতা করবে।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ও ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে শোভাযাত্রা দলে জাতীয় চলচ্চিত্র পরিচালক মসিহউদ্দিন শাকেরসহ ২০ জন সংগঠক ও স্বেচ্ছাসেবী যোগ দিয়েছেন।

দেশের মানুষের মাঝে ব্রেস্ট ক্যানসার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে স্তন ক্যানসার সচেতনতা ফোরাম প্রতি বছর গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন প্রান্তে। এর আগে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এই শোভাযাত্রা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer