ফাইল ছবি
তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে গ্রীক দেবতা প্যানের একটি প্রাচীন মূর্তি আবিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার এ মেগা নগরীর মেয়র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মেয়র একরেম ইমামোগলু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, সারাচেন আর্কিওলজি পার্কে অবস্থিত সেন্ট পলিউক্টাসের বাইজেন্টাইন গির্জায় রোমান যুগের একটি মার্বেল মূর্তি পাওয়া গেছে। এ প্রাচীন নিদর্শনটি ১৭০০ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে।
গ্রীক পৌরাণিক কাহিনীতে বলা হয়, অর্ধ-মানুষ ও অর্ধ-ছাগল মূর্তি হলো পশুপালক ও দেহাতি (পল্লী) সঙ্গীতের দেবতা এবং এটি উর্বরতার একটি প্রতীক হিসেবেও প্রচলিত রয়েছে।
এপ্রিলে ইস্তাম্বুল শহরের কেন্দ্রস্থলে প্রত্নতাত্ত্বিক পার্কে রোমান যুগের আরেকটি মূর্তি পাওয়া যায় যা বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।