Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৬:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু

ফাইল ছবি

বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের মূল পর্ব। বিভিন্ন সেশনে আলোচনা ও বিতর্ক চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রতিপাদ্য 'বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার'।

বিশ্বজুড়ে সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক দুর্যোগের মতো সংকটজনক পরিস্থিতি চলমান থাকায় এবারের অধিবেশন অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। 

প্রথম দু'দিন সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিয়ে হবে 'এসডিজি সামিট'। এতে ২০৩০ সালের মধ্যে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশগুলোর করণীয় নিয়ে আলোচনা হবে। উন্নয়নে অর্থায়ন বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে ২০ সেপ্টেম্বর। 

এদিন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সভাপতিত্বে হবে 'ক্লাইমেট অ্যাম্বিশন সামিট'। সম্মেলনে থাকবেন ১৪০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অ্যামাজন বনরক্ষায় সফল ভূমিকা রাখায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে বিশেষভাবে স্বাগত জানানো হয়েছে। ধারনা করা হচ্ছে, গতবারের মতোই মনযোগের কেন্দ্রে থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer