Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৭ ১৪৩১, রোববার ২২ ডিসেম্বর ২০২৪

হুতিদের হামলার নিন্দা জানিয়ে যা বলল সৌদি আরব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

হুতিদের হামলার নিন্দা জানিয়ে যা বলল সৌদি আরব

ফাইল ছবি

হুতিদের ড্রোন হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব।  এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি জানায়। 

এতে বলা হয়, সৌদি আরব বাহরাইনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে। আমরা হুতি সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ না করার আহ্বান পুনর্ব্যক্ত করছি। হুতিরা যেন জাতিসংঘের রেজুলেশন লঙ্ঘন না করতে পারে সেটা নিশ্চিত করারও আহ্বান জানাই। হামলায় নিহতের পরিবারের প্রতিও সহানুভূতিও ব্যক্ত করেছে সৌদি আরব।   

সৌদি-ইয়েমেন সীমান্তে হুতিদের ড্রোন হামলায় দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে বাহরাইন। এই ঘটনায় বেশ কয়েকজন বাহরাইনি সৈন্যও আহত হয়েছেন। আহত সেনাদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।  সোমবার সৌদি-ইয়েমেনের দক্ষিণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। 
বাহরাইনের সামরিক কমান্ড অভিযোগ করেছে, ইরানপন্থি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ড্রোন হামলায় তাদের দুই সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer