![যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪ যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪](https://www.bahumatrik.com/media/imgAll/2018September/usa-2312071048.jpg)
ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নেভেদা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। খবর: এএফপি
লাসভেগাস পুলিশ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিশ্ববিদ্যালয় পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া বলেন, হামলার পর দুই পুলিশ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে আসেন। এ সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন।
লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল এক সংবাদ সম্মেলনে বলেন, হামলার সময় ছাত্রদের কেউ খেলছিল, কেউ আবার খাচ্ছিল। বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আর একজন গুরুতর আহত হয়েছেন।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিয়েছেন। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।