Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩১, বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪

সৌদি নাগরিকদের লেবানন ত্যাগ করার আহ্বান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ৩০ জুন ২০২৪

প্রিন্ট:

সৌদি নাগরিকদের লেবানন ত্যাগ করার আহ্বান

ফাইল ছবি

দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত সৌদি দূতাবাস। ইসরাইলকে উদ্দেশ করে ইরানের হুমকির পর লেবাননের ভূখণ্ডে নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে সৌদি নাগরিকদের সেখানে ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া লেবাননে অবস্থিত সৌদির যেসকল নাগরিক রয়েছে তাদের লেবানন ত্যাগের অনুরোধ জানিয়েছে সৌদি প্রশাসন। দেশটি তাদের নাগরিকদের যেকোনো বিষয়ে দূতাবাসের সহয়তা নেয়ারও পরামর্শ দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

এতে বলা হয়, ইরানের ওই হুঁশিয়ারি লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনের সাথে ইসরাইলের একটি ভয়াবহ যুদ্ধের আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসের সমর্থনে দক্ষিণ লেবানন সীমান্তে ইসরাইলের সঙ্গে প্রায় প্রতিদিনই গোলা বিনিময় করছে হিজবুল্লাহ। সম্প্রতি ওই সীমান্তে দুদলের গোলাগুলি চরম উত্তেজনা সৃষ্টি করেছে। ইসরাইল হিজবুল্লাহকে লক্ষ্য করে তাদের হামলার মাত্রা বাড়িয়েছে। এতে পাল্টা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ। এছাড়া সশস্ত্র এই যোদ্ধাগোষ্ঠীটির সাথে একযোগে ইসরাইলে হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

এতে ওই অঞ্চলে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কায় নিজের নাগরিকদের বার্তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে সৌদি আরব। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer