Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

মার্কিন নির্বাচন : প্রেসিডেন্ট প্রার্থিতায় এগিয়ে কমলা হ্যারিস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ২৪ জুলাই ২০২৪

আপডেট: ১১:৩১, ২৪ জুলাই ২০২৪

প্রিন্ট:

মার্কিন নির্বাচন : প্রেসিডেন্ট প্রার্থিতায় এগিয়ে কমলা হ্যারিস

ফাইল ছবি

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। সম্প্রতি সময়ে বিভিন্ন কারণে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজনীতি। এই সময় বাইডেনের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার ঘটনা ডেমোক্র্যেট শিবিরে তো বটেই, গোটা আমেরিকার রাজনীতিতেই তোলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনার পর নতুন প্রার্থী হিসেবে সামনে আসছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম।

আগামী ১৯ আগস্ট ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে নতুন প্রার্থী কে হচ্ছেন তা জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, চূড়ান্ত প্রার্থী হিসেবে কমলা হ্যারিস মনোনয়ন পেতে পারেন।

প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিসকে জোড়ালোভাবে সমর্থন দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ডেমোক্রেটিক দলের অনেক সিনিয়র নেতারা। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কমলা হ্যারিসকে সরাসরি সমর্থন না দিলেও তাকে মৌনভাবে সমর্থন দিয়েছেন।

এদিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এগিয়ে থাকা কমলা হ্যারিস এক প্রতিক্রিয়ায় বলেন, প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য ডেমোক্রেটিক দলের সমর্থন তিনিই পাবেন।

প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে বাইডেন বলেছেন, দেশের স্বার্থে তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থীতা প্রত্যাহার করেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি বাকী মেয়াদে দায়িত্ব পালন করবেন এবং কীভাবে সুন্দরভাবে দায়িত্ব সমাপ্ত করা যায় সেদিকেই তিনি গুরুত্ব দিচ্ছেন।

প্রসঙ্গত, গত জুনে রিপাবলিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্ক প্রতিযোগিতায় ধরাশায়ী হন বাইডেন। এরপর থেকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আগামী মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাইডেন। নতুন করে তিনি করোনায় আক্রান্তের পর তা আরও জোরালো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer