Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩১, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

বোর্ডিং স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১৭ শিক্ষার্থীর মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ৬ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

বোর্ডিং স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১৭ শিক্ষার্থীর মৃত্যু

ছবি- সংগৃহীত

মধ্য কেনিয়ার একটি বোর্ডিং স্কুলে আগুন লেগে অন্তত ১৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে স্কুলটিতে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ বহু শিক্ষার্থীকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারিতে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

তদন্তকারীদের একটি দল স্কুলটিতে মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।বিবিসি বলছে, কেনিয়ার বোর্ডিং স্কুলগুলোতে প্রায়শই আগুন লাগার ঘটনা ঘটে। 

২০১৭  সালে রাজধানী নাইরোবির মোই গার্লস হাই স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় ১০ শিক্ষার্থী মারা যায়। এছাড়া প্রায় ২০ বছর আগে নাইরোবির দক্ষিণ-পূর্বে মাচাকোস কাউন্টিতে অবস্থিত একটি স্কুলে অগ্নিসংযোগে কমপক্ষে ৬৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer