Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩১, সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪

আগস্টে খাবার পায়নি গাজার ১০ লাখের বেশি মানুষ : জাতিসংঘ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ৬ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

আগস্টে খাবার পায়নি গাজার ১০ লাখের বেশি মানুষ : জাতিসংঘ

ফাইল ছবি

গাজায় গত আগস্ট মাসে খাদ্য সহায়তা পায়নি প্রায় ১০ লাখের বেশি মানুষ। অঞ্চলটিতে দেখা দিয়েছে চরম খাদ্যাভাব। এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে প্রাণ হারিয়েছে প্রায় ৪১ হাজার মানুষ। খবর আল জাজিরা।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেছেন, মধ্য এবং দক্ষিণ গাজার ১০ লাখেরও বেশি মানুষ গত আগস্ট মাসে রেশন হিসেবে কোনো খাদ্য পায়নি। তিনি আরো বলেন, গাজার মানবিক পরিস্থিতি চরম বিপর্যয়ের চেয়েও ভয়াবহ অবস্থায় রয়েছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী জরুরি পোলিও টিকাদান অভিযানের সঙ্গে যুক্ত চিকিৎসা দলগুলোর দক্ষিণ গাজার এলাকাগুলোতে প্রবেশ করা সমন্বয় করতে অস্বীকৃতি জানাচ্ছে

এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যার বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া একই সময়ে আহত হয়েছে আরো অন্তত ৯৪ হাজার ৪৫৪ জন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer