ছবি- সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানার খবরে বলা হয়, ফিলিস্তিনের প্রত্যক্ষদর্শীরা তেল আবিবে ইরানের নিক্ষেপ করা কয়েক ডজন ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটির পর পর বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ফিলিস্তিনি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে ব্যর্থ হয়েছে, যার ফলে তেল আবিবের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষতি হয়েছে।
খবরে আরও বলা হয়, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে নিরাপদ আশ্রয়ে পালাতে অনেকেই চেষ্টা করছিল।
রামাল্লা এবং নাবলুসে ফিলিস্তিনিরা তেল আবিবের অবস্থানগুলিতে ইরানি রকেটের সফল অবতরণ উদযাপনে জড়ো হয়েছিল।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, লক্ষ্যবস্তুতে ৪০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনী অনুমান করেছে যে দুটি পৃথক রাউন্ডে 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।