ফাইল ছবি
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরাইলি হামলায় আরও ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে।এদিকে মধ্য বৈরুতকে লক্ষ্য করে রাতভর ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছে।
তবে ইসরাইলি বাহিনী বলছে, ‘আজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০ টি মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরাইলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।’
লেবাননের হামলা প্রসঙ্গে ইসরাইলে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছোড়া হয়। এতে দুই ঘণ্টার কম সময় নেয়া হয়েছে। এই রকেটগুলোর বেশির ভাগই ইসরাইলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট।ইসরাইল গাজায় এলাকায়ও তাদের আক্রমণ জোরদার করেছে। এ হামলায় একটি এতিমখানা, আশ্রয়কেন্দ্র ও স্কুলগুলোতে পৃথক কয়েক ডজন নিহত হয়েছেন।