ফাইল ছবি
অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা, শিন বেতের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে।
পরে ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা তুলকারেমে হামাসের অবকাঠামোর প্রধানকে লক্ষ্যবস্তু করেছে।
তবে ফিলিস্তিনি গোষ্ঠীটি তাৎক্ষণিকভাবে ইসরাইলি সেনাবাহিনীর দাবির বিষয়ে মন্তব্য করেনি।
আরও পড়ুন: ইসরাইলি হামলা /বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ
ফয়সাল সালামা নামে ক্যাম্পের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, একটি এফ-১৬ ফাইটার বিমান দিয়ে হামলা চালানো হয়েছে।
আল জাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং এজেন্সির যাচাই করা ফুটেজে, পশ্চিম তীরের উত্তরে নাবলুসের উত্তর-পশ্চিমে অবস্থিত ক্যাম্পে ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ওই এলাকা ধ্বংসাবশেষের বিশাল স্তূপে পরিপূর্ণ ছিল এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। আহতদের চিকিৎসা সেবা দিতে ছুটে আসতে দেখা যায় উদ্ধারকারীদের।
আরও পড়ুন: লেবানন সংকট গাজা থেকে বিশ্বের দৃষ্টি সরিয়ে দিচ্ছে, মনে করছেন ফিলিস্তিনিরা
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করার পর থেকে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরাইলি সামরিক অভিযান ও হামলা বেড়েছে।