Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৯ ১৪৩১, শনিবার ০৫ অক্টোবর ২০২৪

হারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ২১০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ৫ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

হারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ২১০

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে ধ্বংসলীলা চালিয়েছে হারিকেন হেলেন। ভয়াবহ দুর্যোগটিতে প্রাণহানির সংখ্যা ২১০ জন ছাড়িয়েছে। মার্কিন কর্মকর্তারা স্থানীয় সময় গত বৃহস্পতিবার বলেছেন, হারিকেন হেলেন অর্ধশতাব্দীরও বেশি সময় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা দ্বিতীয় বৃহত্তম প্রাণঘাতী ঝড়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল সফরের দ্বিতীয় দিন মর্মান্তিক এই দুর্যোগে কয়েক লাখ মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা ভয়াবহ ক্ষতিগ্রস্ত এক অঞ্চল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের প্রতি দুঃখ প্রকাশ করেন।


সরকারি পরিসংখ্যানে উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি ও ভার্জিনিয়াজুড়ে ২১২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  ছয়টি রাজ্যজুড়ে সক্রিয়-কর্তব্যরত সৈন্যসহ শত শত উদ্ধারকর্মী, কয়েক শ ফেডারেল কর্মী, ন্যাশনাল গার্ড সদস্য ও স্থানীয় উদ্ধারকর্মীদের সহায়তাকারী একটি বিশাল দলের উদ্ধার প্রচেষ্টা সত্ত্বেও ধ্বংসাত্মক এই ঝড়ে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলে অনেক বাসিন্দা এখনো হিসাবের বাইরে রয়েছে।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer